Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

হঠাৎ বিষন্নতা

: | : ২৬/০১/২০১৪

সব আছে…সব
তবুও কেনই জানি
মাঝে মাঝে খুব বিষন্নতা
আকরে ধরে নিজেকে ।
রাতের আধারগুলোতে জোনাকরাও
বড় বেশী এতিম হয়ে হয়ে
এলোপাথারি ঘুরে বেড়ায়…
মনের উত্তালে নুপুরের ছন্দও
অসতী এক গুয়ে…..
কেনই জানি বিষন্নতায়
ছেঁয়ে যাওয়া বিষন্ন মনটা ।

তুমিওতো আছো….
তোমার চোখেও শ্রাবনের মেঘ দেখি
পাগল করা নীল আকাশে
বিষন্নতার কড়াই তবুও কেনই যেন
উতলে উতলে পড়ে…
সব আছে….সব
তবুও কোথায় যেন একটু ফাঁকা ….
অযথাই বিষন্নতা….।

রাস্তায় হেঁটে হেঁটে
বুটের ছোয়ায় হলদে পাতাগুলো মারিয়ে
বসন্তকেও আজ বড় বেশী
কোকীলহীনা মনে হয়
শুস্ক বাতাসে নাক শুকিয়ে
টান টান অবস্থায়…
একটু ভেজা হাওয়ার মত
বিষন্নতা থেকে মুক্ত হতে চায় মন…
অযথাই বিষন্নয় কাতর এ জীবন….।
(সাঈদ চৌধুরী, রচনাকাল রাত ১২টা, ২৪.০১.১৪ইং)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top