Top today
ছড়ার ভুত
ভুতে ধরেছে সুমাইয়া বিবিরে
লিখছে হাবুল তাবুল
বউ সাজবে পুতুল বিয়ের
বলবে কবুল কবুল,
বৈদ্যি এলো বেত্র হাতে
পানি পড়া ছিটায়
এমন মারটা দিল যে ভাই
ছড়ার ভুতটা পালায়।