Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ধরি

: | : ২৭/০১/২০১৪

ধরি চন্দ্রা সমুদ্রকে ভালবাসে।এটা লিখতে গিয়ে নিজেয় হেসে উঠি।ধুর ছাই, এ কি লিখি?এ যেন অংক করতে বসেছি।অংকের সমাধান করার চেষ্টা করছি।যদি চন্দ্রার প্রেম(x)=সমুদ্রের প্রতি চন্দ্রার আবেগ(y)+সমুদ্রকে বিয়ের তীব্র ইচ্ছা(z) .তাহলে x=y+z.
চন্দ্রা হাঁটছে।পাশে একটি ছেলে।ছেলেটা হাত ধরতেই ছেলেটার মুখের দিকে চেয়ে খুব এক হাসল।ছেলেটা বিস্মিত হয়ে তাকিয়ে থাকে।
-কি দেখছ এমনভাবে?
-তোমার ভুবনজয়ী হাসি।
চন্দ্রার খুশিতে চোখ দিয়ে জল আসতে চায়।নিজেকে আড়াল করে বলে-বাড়িয়ে বলা যে স্বভাব তোমার,সে আমি জানি।
-তুমিতো কত কিছুই জান,তবে কেন যে বুঝতে পার না,সে আমি বুঝি নে।
চন্দ্রার খুব জানতে ইচ্ছে করে,কি সে বুঝতে পারে না?কিন্তু মুখ ফুটে কিছু বলে না।চোখ দিয়ে জল আসতে চায়।মনে হয়,ছেলেটাকে যে খুব দরকার।তাকে ছাড়া যে সে কোন কিছু ভাবতেই পারে না।ছেলেটার হাত শক্ত করে ধরে।কাঁপা কাঁপা স্বরে বলে-আমায় বিয়ে করবি।
ছেলেটা একেবারে অপ্রস্তুত।কি বলবে বুঝতে পারছে না?তবে খুব যে খুশি লাগছে,এটা বুঝতে পারছে।এটা শুনে সমুদ্রের মাথা এলোমেলো হয়ে যায়।মেয়েটাতো তাকেও এসব কথা বলেছে।তাহলে x=y+z,একইসাথে x=y+z না।জীবনের সাথে অংকের হিসাব মিলছে না কেন?জীবনটা কি তাহলে আউট অফ ম্যাথমেটিকস?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top