Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সেই স্মৃতি

: | : ২৭/০১/২০১৪


আজ জীবনের ভাবনা নিয়েই
কাটে আমার প্রতিটা মুহূর্ত ,
তোমার দেওয়া ব্যথার স্মৃতি
মনে পড়ে আজও সেই শর্ত ।

সারাদিন কাজের ফাঁকে ফাঁকে
তোমায় নিয়ে লিখে কাটাই বেলা ,
ভাবনাকে কখন ও দূর করে
হাসি আনন্দে;করে যাই খেলা ।

বুঝতে দেইনা কারোরে আমি
সিঁথির সিঁদুর কেন কপালে ,
সব ছেড়ে কেন থাকি একা
বেদনা ভরা তুষের অনলে ।

সকল কথা বুঝে সেই পাখি
গান তবু শোনায় মোরে ,
সুখে দুঃখে আজো কাটাই দিন
অন্ধকারের সেই ছোট ঘরে ।

******** সমাপ্ত ********
তারিখ : ৩-০৬-২০০০ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top