Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আলোর পথে…..

: | : ২৮/০১/২০১৪

 

রাত খুব নিঝুম হয়ে গেছে

নিরবতায় চারপাশ একেবারে

ঘুটঘুটে অন্ধকার,

জীবনের প্রয়োজন যেন

দূরে কোন জ্বলে থাকা

প্রদীপের আলোয় সীমাবদ্ধ….

বেঁচে থাকার আনন্দই আজ

অনেক বেশী করে উপলব্ধি করছি

নিঃশঙ্গতাকে সাথে নিয়ে

একাকী কোন নিঝুম রাতে….।

 

ঘোড় দৌড়ের মত টগবগিয়ে

ছুটে চলা জীবনটা

হঠাস্তব্ধ হলে

এমনই বুঝি নিঝুম রাতের কাছে

সমর্পিত হতে হয়….

তবুও আশায় বশতিরা

আবার উসকে দেয় মনকে…

তুমি ছুটে চল

তুমি এগিয়ে যাও আলোর পানে…।

 

একেবারেই না দেখা যাওয়া

অন্ধকারেও আলোর স্বপ্নেই

পথ স্পষ্ট অভিলক্ষ,

যেখানে আত্ববিশ্বাস চরম সাহসী

সেখানেই তুমি

অন্ধকারেও স্বপ্নীল ছোঁয়ায় আলোকিত….

রাত্রি চরম নিঝুম

তবুও যেন বলিষ্ঠ আমি

জীবনের প্রয়োজনে

আলোকে ছিনিয়ে আনার আয়োজনে…..।

 (সাঈদ চৌধুরী, রচনাকাল রাত ১২টা, ২৬.০১.১৪ইং)

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top