Top today
কঁচুরীফুল
কঁচুরীফুল কঁচুরীফুল
জলের ‘পরে ভাসে
কঁচুরীফুল কঁচুরীফুল
সকাল সাঁজে হাসে।
কঁচুরীফুল কঁচুরীফুল
সাদায় বেগুনী ছোঁয়া
কঁচুরীফুল কঁচুরীফুল
বৃষ্টি জলে নাওয়া।
কঁচুরীফুল কঁচুরীফুল
কিশোরী গাঁথে চুলে
কঁচুরীফুল কঁচুরীফুল
সবুজ গাছের কোলে।
কঁচুরীফুল কঁচুরীফুল
যায় না তারে ভুলা
কঁচুরীফুল কঁচুরীফুল
ডোবার জলের মালা।
কঁচুরীফুল কঁচুরীফুল
মরব তোমায় দেখে
কঁচুরীফুল কঁচুরীফুল
গাঁথবো আমার বুকে।
৩১১৪, ঢাকা।