Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

গাড়ি খানা কেমন দেখেন ?

: | : ২৮/০১/২০১৪

image

<img src=”https://lh5.googleusercontent.com/-26oJ0kF9SaA/UuXXuQLC5aI/AAAAAAADYJI/SQCmYzOCDUE/w426-h314/image.jpg”width=470/>

গাড়ি খানা কেমন দেখেন
সোনা দিয়ে তৈরী
হিংসে করে কেউ আবার যে
হবেন না ভাই বৈরী।


নিজের টাকায় কিনছি আমি
তাইতো এতো ভাব
কতো মানুষ এমন গাড়ির
দেখে শুধু খাব।

কেউ বলে ভাই এমন গাড়ি
শুধুই বিলাসিতা
কতো মানুষ অনাহারে
তুমি কর যাতা।

আমি বলি তোমরা বোকা
যোগ্য কভু নও
তাইতো সবাই হিংসা করে
অমন কথা কও।

দুবাইয়ের রাস্তায় এই গাড়ি চলে। দেখেন না লাইভ রাস্তা থেকে তোলা ছবি। পৃথিবীতে কত লোক অনাহারে থাকে আর ওনারা চালান সোনার গাড়ি। হায়রে মানুষ ………………………….

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top