Top today
পিঞ্জর পাখি
পিঞ্জরপাখি
………..জাফরপাঠান
যদি আমায় মানব কূল–বলে যায় অমানুষ
পুঞ্জিভূত করিনা ক্ষোভবিন্দু,
অপছায়া যদি বলে তুই পুণ্যহীন ফানুস
সীধুতে গাঁথিনা বিষাদ সিন্ধু।
ভৌত অপবাদ যদি নিয়ে যায় টানি
লিখে দেয় ঠিকানা পিঞ্জর,
তবু এ তিথি–মনে জাগিবেনা ভীতি
যদিও ঘাড়ের উপর খঞ্জর।
আধিতে আধিতে যদি ভরে যায় আধান
তনু–মনে নয় আধাআধি,
তামসে তামসে করে যদি তামাম তাপিত
বাঁধিবেনা বাসা আধিব্যাধি।
হৃদয় প্রাসাদ বিদীর্ণ–ভেঙ্গে হয় চূর্ণ বিচূর্ণ
বিবেক দেয় যখনি তাড়ন,
নয় সে আত্বম্ভরি–দেখায়না তার পয়গম্বরী
মন্দতে উন্নাসন–ধ্বংসে বারণ।
সন্দেহছাপিয়াআঁখিমুদিয়াকরিঅনুসরণ
জন্মান্তরেওসেআমার– ভুবনেওঅনুকরণ।