Today 31 Oct 2025
Top today
Welcome to cholontika

পিঞ্জর পাখি

: | : ২৮/০১/২০১৪

পিঞ্জরপাখি

………..জাফরপাঠান

 

যদি আমায় মানব কূলবলে যায় অমানুষ

পুঞ্জিভূত করিনা ক্ষোভবিন্দু,

অপছায়া যদি বলে তুই পুণ্যহীন ফানুস

সীধুতে গাঁথিনা বিষাদ সিন্ধু

 

ভৌত অপবাদ যদি নিয়ে যায় টানি

লিখে দেয় ঠিকানা পিঞ্জর,

তবু তিথিমনে জাগিবেনা ভীতি

যদিও ঘাড়ের উপর খঞ্জর

 

আধিতে আধিতে যদি ভরে যায় আধান

তনুমনে নয় আধাআধি,

তামসে তামসে করে যদি তামাম তাপিত

বাঁধিবেনা বাসা আধিব্যাধি

 

হৃদয় প্রাসাদ বিদীর্ণভেঙ্গে হয় চূর্ণ বিচূর্ণ

বিবেক দেয় যখনি তাড়ন,

নয় সে আত্বম্ভরিদেখায়না তার পয়গম্বরী

মন্দতে উন্নাসনধ্বংসে বারণ

 

সন্দেহছাপিয়াআঁখিমুদিয়াকরিঅনুসরণ

জন্মান্তরেওসেআমারভুবনেওঅনুকরণ

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top