Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বেহুলার বীণ

: | : ২৮/০১/২০১৪

 

 

সে যে একবার হায় পৃথিবী দেখবো বলে আমার নিরুদ্দেশ যাত্রা
বহু দেশ জাতি গোষ্ঠি কৃষ্টি সভ্যতা সংস্কৃতি বিবিধ মাত্রা
মাঠ ঘাট নদী মরু বন পাহাড় পরিভ্রমন শেষে অন্তরে হেরি
কি যেন দামী হারিয়ে আমি পথ হারিয়ে পথে পথে ঘুরি;
অতি দূর অন্ধকার পরিভ্রমন শেষে ঘরের ছেলে ঘরে ফেরা
এ তো পৃথিবী প্রজাতি পরিভ্রমন ইতি প্রীতি স্মৃতিহারা
দিনের শেষে ঐ পাখ-পাখালী দল বেঁধে উড়ে উড়ে নীড়ে ফেরা
অনন্ত দুঃখ দহন শেষে অন্তরে জেগে উঠে মায়া ধারা; 

 

 

মায়ার বাঁধনে অন্তর যদি একবার পড়ে গো শিকল বাঁধা
জেগে উঠে হৃদয়ে তবে মমতার ঢেউয়ে মনন ও মেধা
দূর বিদেশে ঘাম ঝরা শেষে পাই যে তারে স্বয়ম্বরে আপন ধাম
দু’গালে হাসির ঠোলে চন্দ্র সু-গোল ঠোঁটে রূপা ডাকে মোর নাম,
কর্ণ কুহুরে অন্তরে বেজে উঠে শত সুরে বেহুলার বীণ
তোমাতে আমাতে হৃদয়ে দেহে পঞ্চ ইন্দ্রীয় হয়ে যায় ‘লীন।

 

________________________________________________________

 

 

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top