Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

এই সামান্য কাজটাই বা কজন করে?

: | : ২৯/০১/২০১৪

ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার মানসিকতা আমাদের সমাজে অনেকটাই বিরল। আর ওই কাজটিই তিনি করেছেন…..তিনি মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসিন আলী।তার অপরাধ তিনি জনসম্মুখে ধুমপান করেছেন……তাও আবার স্কুলের ছাত্র ছাত্রীদের সামনে!!!

তাঁর এই ভুলটা যতবড়ই হোক, আমরা তাকে ক্ষমা করতেই পারি…. কারণ তিনি আমাদের ধারণাকে ভুল প্রমাণিত করে লজ্জিত হয়েছেন এবং ক্ষমা চেয়েছেন।ভুল স্বীকার করে মহত্বের পরিচয় দিয়েছেন…..বিবেকের তাড়নায় তিনি দায় স্বীকার করেছেন। ওই ভুল কর্মটি পুনরায় না করার প্রতিশ্রুতি দিয়েছেন……

মুখ ফসকে কত লাগামহীন কথাই তো বলে যাচ্ছেন আমাদের রাজনৈতিকরা….অশ্লীল শব্দ প্রয়োগ থেকে শুরু করে আকাম কুকাম কী আর কম হচ্ছে জনসন্মুখে? কই, কাউ কে তো ক্ষমা চাইতে দেখিনা??? তাঁকে শ্রদ্ধা জানাই…..এই সামান্য কাজটাই বা কজন করে??

স্যালুট সৈয়দ মহসিন আলী আপনাকে ….এই দুর্দিনে অপকর্ম করে তা স্বীকার করেছেন …… আপনার সহকর্মীদের জন্যে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন। রাজনীতিবিদদের এভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়া তো খুব একটা দেখা যায় না ….আপনি যে কাজটি করেছেন তা একটি সভ্য সমাজের রীতিনীতি অনুসরণ করেছেন……এই অপরাধবোধ টুকু সবার মধ্যে থাকবে আশা করছি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top