Today 21 Dec 2025
Top today
Welcome to cholontika

ঘৃণার থুথু চিটায়ে দিলাম

: | : ২৯/০১/২০১৪

 

 

বিমূর্ত নষ্ট সন্তানের হাতে ধর্ষিতা জননী,
দিনে দিনে পাপের তরলে অতল গভীরে
রক্ত মাংস শুষে বেড়ে উঠে নষ্ট ভ্রুণ;
ষোল কোঠি মানুষের না না উপেক্ষা করে
লোভের ফাঁদে ছলে বলে কৌশলে
আপন পায়ে কুঁড়াল মেরে
শয়তানী প্ররোচনায় নষ্টা ধাত্রীর কলঙ্কিত হাতে
পবিত্র প্রাসাদের অন্ধকারে
অনাকাঙ্খিত বিছানায় ভুমিষ্ট হয়
কিছু মূর্তিমান জারজ;

 

ঘৃণার থুথু ছিটায়ে দিলাম শুধু
আকাশে বাতাসে উর্ধ্বে অধে চর্তুদিকে
পাপী তাপী জনে জনে নির্বোধ নির্লজ্জ
চৈতন্যহীন চেনা অচেনা সকল মুখে;

 

বোধের উদয় জানি না হবে কভে
এক দিন হয়তো হবে
ঘৃণার আগুনে পুড়ে
রং মহলে আগুন যে দিন লাগবে।

 

————————————————

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top