সপ্তাহের কোন দিনটি কার কেমন শুভ
শনিবার আর মঙ্গলবার এর যাত্রা শুভ না।
এ শুধু কথার কথা
কেও মানে কেও মানেনা।
(সম্ভবত শাকিলা জাফর এর গান)
শুভ সকাল/শুভ দুপুর/শুভ রাত যার যে সময়।চলন্তিকার সবাই এইমুহূর্তে কেমন আছে?কার সময় কেমন কাটছে? কতটা শুভ কতটা অশুভ।
আচ্ছা আমি সম্প্রতি এক পিকিউলিয়ার অবজার্ভেশান এর মধ্যে দিন পার করছি।সবসময় দেখি সোমবার আমার অনেক খারাপ যায়।কেমন খারাপ উদাহরন দিচ্ছি আমার কালকে দিনটার।ঘুম থেকে উঠে ভূলে দ্বিতীয়বার ফজরের নামাজ পড়লাম।এটা খারাপ না বেশী পূন্য করে ফেলেছি।একবারের জায়গায় দুইবার।চা বানাতে গিয়ে দেখি চিনি শেষ।ফাইন চিনি ছাড়া চা খাব।চিন্তা করলাম ওমা দুধ ও নাই ফ্রিজে।কি করা শুধু লিকার টি খাব।ভূলে একধরনের কন্টেইনারে চিনি লবন রাখার কারনে লবন মিশানো চা খাওয়া হল।অবশ্য এতে আমার টনসিলের বেশ উপকার হল।খারাপ যেটা হল।
আমার রুমমেটের সঙ্গে হল
বিপূল বাক্যবিনিময়
সঙ্গে অজস্র কথা ক্ষয় হল।
দুজনে কোমর বেধে ঝগড়া হল
প্রকৃতিতে বাড়তি শক্তির অপচয় হল ।
কালকে আমি এত গাদা গাদা বাজার করলাম জানানো হলনা কেন চিনি দুধ শেষ।প্রতি সোমবার দুইজনের মাঝখানে শয়তান এসে অবস্থান নেয়।
সবসময় এক আজব ব্যাপার রবিবার সন্ধা থেকে সোমবার সন্ধা পর্যন্ত আমার সময় যায় বেজায় খারাপ।মঙ্গলবার বুধবার বিষ্ময়করভাবে কাটে বেশ ভাল।এটাও বেশ আজব পরিসংখান পেলাম।বৃহস্পতি শুক্র সবসময় বাজে যায়।শনিবায নাকি অশুভ দিন।আমার সবসময় শনি রবিবার সন্ধ্যা পর্যন্ত চমৎকার যায়।
আল্লাহর দিন সব নাকি সমান।কুসংস্কারাচ্ছন্ন হওয়া উচিতনা। হয়তবা এটা কো ইন্সিডেন্স।বা আমি সোমবার আগে থেকে ভেবে নিচ্ছি আমার সময় খারাপ যাবে ।আমার বাজে থিন্কিং প্রকৃতি ক্যাচ করে নিচ্ছে।
তো আমি আমার সবদিনের (সপ্তাহ টি কেমন যায় বললাম ) এবার সবাই বল কার কোনদিন কেমন কাটে।যদিও সবার জন্য প্র্রার্থনা প্রতিটি দিন যেন সবার কাটে আনন্দে খুশীতে প্রিয়জনের ভালবাসায়।
সবাইকে অনেক অনেক শুভে্চ্ছা ভালবাসা।(একটু বকতে ইচ্ছে করল আজকে সাহিত্য রচনা বাদ দিয়ে।)