Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

“হে বন্ধু”

: | : ২৯/০১/২০১৪

হে বন্ধু তুমি কোথায়?

আঁধার অচেনা পথে হাঁটবো তোমার ভরসায়।

অমাবস্যার তিথিতে তুমি হবে পথের চেরাগ।

তোমাতেই হবে দিশেহারার দৃষ্টি সবাক।

তোমাতে আলোর নির্ভয় মজুদ।

তুমি হবে অনিশ্চিত আগামীর অগ্রদূত।

ঘন কালো আঁধারের ভিড়েও তুমি অনির্বাণ দ্যুতি।

কালোর সমাবেশেও অম্লান তোমার জ্যোতি।

 

হে বন্ধু তোমার অপেক্ষায় দাঁড়িয়ে।

এসো তুমি বৃত্তকার আলোর বলয়ে সব আঁধার তাড়িয়ে।

এই সংসার ডুবে আছে অনৈক্যের কালিমায়।

এই সংসারের কুপীর তেল ফুরিয়ে গেছে স্বার্থের দোটানায়।

ভুলে গেছে এই সংসার ফর্সা আলোর সুরত।

এ যেন ঘন কালো আঁধারের গারদ।

তুমি এসো আলোর জল নিয়ে।

ফকফকা কর যত কালিমা ধুয়ে।

 

অনিয়মের চোরাগলিতে হারিয়ে ফেলেছি পথ।

বারংবার থমকে দাঁড়িয়ে গতি হয়েছে শ্লথ।

আলোর মশাল নিয়ে গলির মুখে এসে দাঁড়াও।

অনিময়ের কালো ছায়া তাড়াও।

আলোর অভাবে এই পথ স্যাঁতস্যাঁতে পিছল।

বারংবার আছাড় খেয়ে গতির বোরাক অচল।

 

হে বন্ধু;হে আলোর স্বতন্ত্র উৎস।

তোমার কদম নকল করে হবো তোমার পথের শীর্ষ।

তুমি এসো হে বন্ধু।

এই সংসারে সেলাই কর আলোর তন্তু।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top