Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

কতো ছিলো প্রেম

: | : ৩০/০১/২০১৪

1535607_1449380595280826_962721399_n

তোমার সামনে আয়না,
তুমি দাঁড়ীয়ে আছো;দেখছো নিজেকে;
ঠিক তখনই স্মৃতির পাতায় আমার ছবি ভেসে ওঠে…
আমি কোথায় আছি…কেমন আছি;
খুব দেখতে ইচ্ছে করছে আমাকে তখন
আমি কি সেখানেই আছি; নাকি হারিয়ে গেছি অন্যত্র-এ ?
আমার সেখানে আমি নেই…
ঘর নেই আলো নেই,
তুমিও যে অবলা নারী- আছে স্বামী সংসার সন্তান
কি করে আসবে শহরে ! দেখবে আমায়…
স্বামীর সাথে সেই বায়না ।

এসে যদি দেখো আজ…
আজ আর নেই আমি…নেই সেই সাজ…
আমার  ঘর পিষে যায় হাজার পদতল,
তুমি আমায় খুঁজে চলেছো গোপনে
তোমার সারা শরীর ঢাকা কালো বোরকাতে
আমি ও দেখেছি তোমায় দূর হতে
চিনতে পারিনি তোমায়
তুমি ও  দেখনি আমায়
মন ভেঙ্গেছে কান্নায়
দু-চোখে ফলেছে তাই জল ।

আমার ও যে আজ মনে পরে
হারিয়ে যাওয়া সেই অতীত
এবং অতীতের সেই সব স্মৃতি,
কতো ভালবাসতে তুমি আমায়
কম না বেশী; কতো ছিল মহব্বত
কতো ছিল প্রেম; কতো ছিল প্রিতি ।

********* সমাপ্ত **********

বিঃদ্রঃ (কবিতাটি সিল্পির স্বরনে লেখা )
তারিখ :   ২০-০৬-২০১১ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top