Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

মনে পড়ে

: | : ৩০/০১/২০১৪

মনে পড়ে ভেন্না পাতার ছানি ? ইলশে গুঁড়ি দিন !

কখনও ঝড়ো মাতাল হাওয়া বাড়িয়ে দিত সূর্য মনের খেয়াল

কর্দমাক্ত পিচ্ছিল উঠোন বেলার একপাশে টুনটুনি ঘর

সোনা ব্যাঙের ডাক, তার ছেড়া বাতাসে দলিত স্বপ্ন !

ছিন্ন ভিন্ন তালপাতা, পুতুল রাণীর বিমর্ষ তুলতুলে মুখ !

ডাকসই মাঠে হঠাত মাথায় মাথায় মিছে টক্কর

শিং গজানোর অজানা আশংকায় দু মাথার চক্কর !

অতঃপর আলতো ছোঁয়ার সবুজ শিহরণ । তোমার অধরের কোণে

বিন্দু বিন্দু হাসি, ধুঁক ধুঁক বুক !

আর আমার কম্পিত হাত, লাজ রাঙা গোলাপ মুখ, অন্তরের অন্তর

স্বপ্ন মুখর, মুক্ত বিহঙ্গের মত রচনা করে কল্প বাসর !

 

মনে পড়ে পশ্চিম বিলে শালুকের হাট ? লাল,নীল,সাদা শাপলা !

তপ্ত দুপর বেলা, ছাগল চরানোর ফাঁকে ফাঁকে পুতুল পুতুল খেলা !

তোমার অকারণ হাসি, আমার কৃত্রিম শাসানি !

ঘাসের মাথায় বিলি কাটা, দাদুর পান খাওয়ার আদলে তোমার জাবর কাটা !

আরমানের বাঁশির সুর, সারারাত জাগা বউচি ভোর !

 

মনে পড়ে বারেক স্যারের কোল ? আবুল, লালু, মিলার টিপ্পনী !

মাঠের এক ধারে শতবর্ষী বটের মাতৃছায়া, রাশিদ ভাইয়ের চানাচুর !

দেবেশ স্যারের কানমলা, ধানের ক্ষেতের আল গড়িয়ে ঘোড়ার বেগে চলা ?

আমার গণিত বইয়ের ভিতর তোমার কচি হাতের প্রথম পত্র লেখা

দিন যায়, আমিও নাই, তুমিও নাই, আর কি কভু হবে দেখা ?

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top