Today 30 Oct 2025
Top today
Welcome to cholontika

“আবার”

: | : ৩১/০১/২০১৪

মৃত লাশ আবার প্রাণ ফিরে পেল

তোমার প্রেমের পরশে।
সরে গেছে অপয়া কালো মেঘ
তোমার প্রেমের বাতাসে।
পরিত্যক্ত স্বপ্নগুলো আবার ঘষে মেজে নিয়েছি
তোমার পবিত্র আঁচলে।
আমার কুৎসিত অতীত পাক পবিত্র করেছি
তোমার প্রেমের জমজম জলে।
হতাশার ধুসরতা ঝেড়ে তাড়িয়েছি
সাজিয়েছি চক্‌ চকে আগামী।
যৌথ স্বপ্নের সরল পরিকল্পনা
গর্ভবতী ভালবাসার জমি।
আর পিছু ফিরে চাইবো না
দৃষ্টি অগ্রের মঞ্জিল।
বিধাতা তুমি সুনজরে রেখ
তুমি যে শ্রেষ্ঠ আদিল।

(এই কবিতাটি লিখেছিলাম প্রায় ১ বছর আগে।তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top