Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

কাকের ভয়

: | : ৩১/০১/২০১৪

কাকের মত চালাক সে যে
তাই বলে কাক নয়,
দু পায়েই সে হেটে বেড়ায়
কাককেই করে ভয় ।

কাকের কা-কা শব্দ যখন
পৌঁছে তার কানে,
কোন্ অঘটন ঘটতে যাচ্ছে
আল্লাই তা জানে ।

তাল রাখে সে ঘরের দোরে
যাত্রা ভাল হয়,
কোকিল দেখেই রেগে আগুন
যদিই সে কাক হয় ।

কাকের ডাকের ভয়ে রাখে
কানে দিয়ে তুলো,
উড়ন্ত কাক দেখবে ভেবে
মাতায় রাখে কোলো ।

কাকের ভয়ে এমনি করে
কাটাতে চায় দিন ,
ভয়কে তার জয় করতে হবে
নয় জীবন সঙ্গীন ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top