Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

জগদল

: | : ৩১/০১/২০১৪

পাট পঁচা ঘামে ভিজে
পাট ধোয় ‘পঁচায়’,
‘গোবরায়’ চষে জমি
নেংটির কচায় ।
‘গুইয়ার’ শরীরে
আছে জোর খাটি ,
কাধে নিতে দশ-বারো
আখের আটি ।
‘থেল্লুর ‘ বাউংকায়
পাঁচমনি বোঝা,
একেবারে নিয়ে সে
হেটে যায় সোজা ।
‘শুকালু’ সে হাতে নিয়ে
কোদালের ডাটা ,
একদমে দশ ধুল
শেষ মাটি কাটা ।
‘হেদলার’ হাত ভালো
মাঠে কাটা ধান,
একদিনে বিঘা চার
সমানে সমান ।
পান্তার তেজগুণে
বড়শড় ‘মোটা ‘,
একাই একশ যতো
হোক লাঠি-সোটা ।
সব কাজে পটু একা
মোদের ‘ভেকদল’,
(তবুও) গবেট, দালালরূপে
আছে ‘জগদল’ ‘**’ ।

‘**’ এইতো নব্বইয়ের দশকের সময়েও বাংলাদেশের গোটা উত্তরাঞ্চল জুড়ে গ্রাম্য এলাকার মা-বাবারা তাদের সন্তানদের এইসব আঞ্চলিক নামে ডাকতো । এইসব আঞ্চলিক নাম বেশ অথর্বহ আবার অতি আদরেরও বটে । তবে, হালে সময়ের সাথে কিংবা শিক্ষা / সভ্যতার বিকাশ ও মানূষের জীবন যাত্রার মানোন্নয়নের সাথে সাথে এই নামগুলো এখন নেই বললেই চলে । পরিবতর্নের সংস্কৃতি তথা আকাশ সংস্কৃতিও গ্রাস করেছে আমাদের শিকড় সংস্কৃতি কিংবা বলা যায় পড়শি দেশের বহুমাত্রিক সংস্কৃতি আমাদের নুতন প্রজন্মকে শিকড় থেকে ছিনিয়ে নিয়ে দাঁত কেলিয়ে হাসছে । আমরা পরিবর্তন চাই , সবকিছুর বিকাশও হোক এই গ্লোবাল ভিলেজের সাথে পাল্লা দিয়ে । তবে, দেশীয় সংস্কৃতিকে বিসর্জন দিয়ে নয় । কেননা, শিকড় উপড়ানো বৃক্ষ দৃঢ়ভাবে টিকে থাকতে পারেনা । পুনশ্চ : প্রয়াত প্রথিতযশা লেখক-সাহিত্যিক-চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ তাঁর স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘ ছেলেবেলায়’ যে ‘জগদল’ এর কথা বর্ণনা করেছেন সেই ‘ জগদল ‘(বর্তমানে জগদল বাজার; জগদল এর অর্থ জগদ্দল পাথরের নামে নাম ) এর নামে ছড়াটির নামকরণ করা ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top