করতে যে চাও আরও বেশি সাহস কেন পাওনা ? জনসভায় ভাষণ দেবে তোমায় কেন ডাকছেনা ? সবাই আজ দূরে গেছে পাশে কেউ থাকছেনা ? সত্য কথা বল যদি যাবেন নেতা রেগে ? ছাড়তে হবে আরাম গদি ভাব সদা জেগে ? ভীতু নেতা স্বপ্ন দেখ আবেগ চোখে মুখে, দেশ গড়াতে স্বপ্ন লাগে সাহস লাগে আগে। বাঁধো আগে নিজকে সেথা ভালবাসার ঋণে, জনসেবা করতে হলে পণ করে নাও মনে। এমন নেতা চাই সমাজে সেবাই তার কাজ ছুটে যাবে সবার মাঝে সকাল দুপুর সাজ।
লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি সর্বমোট মন্তব্য: ১ টি নিবন্ধন করেছেন: মিনিটে