Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

‘সূর্য্য সন্তান’ (একজন মুক্তিযোদ্ধা সন্তানের জন্মদিনে উৎসর্গকৃত )

: | : ৩১/০১/২০১৪

জন্মদিনের ‘পোস্ট’টি থেকে হলাম অবহিত,
‘সূর্য্য সন্তানের’ ধারা তার রক্তে প্রবাহিত ।
সাধারনের বাইরে তোঁদের বিশেষ জন্মদিন,
তোঁদের কাছে আছে মোদের/দেশের অনেক ঋণ ।
‘আটষট্টি’ আর ‘তেষট্টি’ ! আমিই জ্যেষ্ঠ খানিক,
‘সূর্য্য দিনের ‘স্বাক্ষী মোরা আমিও জোড় মানিক ।
কী দেব আজ জন্মদিনে তোমায় উপহার!
কবিগূরুর কাছেই নিলাম একটি ‘ছড়া’ ধার ।

আশিরবাদ/-রবীন্দ্রনাথ ঠাকুর
‘অচল শিখর ছোট নদীটিরে চিরদিন রাখে স্মরণে,
যতো দুরে যায় – স্নেহধারা তার সাথে যায় দ্রুত চরণে ।
তেমনি তুমিও থাকো, নাই থাকো -মনে করো ,মনে করোনা –
পিছে পিছে তব চলিবে ঝরিয়া আমার আশিষ ঝরনা ।।’

-শুভ হোক তব জন্মদিন |

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top