Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আজ কেন এলে শেফালী

: | : ৩১/০১/২০১৪

 

তোমাকে আমি খুঁজেছি শেফালী
তোমাকে আমি খুঁজেছি একদিন,
ভেবেছি তুমি চলে গেছো বাড়ী
তোমায় পাইনি দেখতে যে ক’দিন ।

তোমাকে না পেলে আমার দুঃখ হয় না
দুঃখ হয় তুমি কাছে এলে ,
আসো যখন আমার কাছে
দাঁড়াও যখন নীরবে একটু হেলে ।

আজ এত রাতে কেন এসছো
তোমার সঙ্গের সাথী কই ,
আমি ও তোমাকে পেতে চাই  একা
তোমাকে একা পাওয়ার অপেক্ষায় রই ।

আমার ভাগ্য ভালো নয়
আমি ছিলাম মানুষের চোখে বাঁধা ,
কি দেবো তোমাকে? যদি কিছু বলে ফেলি
লোকে হয়তো বলবে আমায় গাধা ।

আজো আমি তোমার কাছে হেরে গেলাম
হেরে গেলাম মান সম্মানের ভয়ে,
আমি চাইনা তোমার ক্ষতি হোক
করতে চাইনা কোন কিছু বিবেকহীন হয়ে ।

লজ্জা ভেঙ্গে তবুও তোমায় বলেছি
এত রাতে কেন এসেছো শেফালী ?
তুমি নাকি রাতকে ভীষণ ভয় পাও
ভয় পাও খুবই আমাদের বাঙ্গালী ।

********* সমাপ্ত **********
তারিখ :   ২২-০৮-২০০১ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top