বলতে পারিস ও নদী তুই-
ধনুক দিয়ে দিয়ে মারতে চড়–ই,
মাছরাঙ্গা তার বেভুল দিক
যেতো কখন ভুলে ,
নেঙ্গটা দিনের’ বন্ধুরা সব –
হারজিতের সে মহাৎসব’
ঝাপিয়ে পড়ে ডুব দেয়া যে
নদীর অথৈ জলে,
কোথায় গেছে হারিয়ে যাওয়া
মায়ের দামাল ছেলে ?
নাগর দোলার মগডালে,
মধ্য দূপুর কোনকালে,
হারিয়ে যেতো দুরন্ত এক
Top today
তোমরা ইতিহাসের অকৃতকার্য ছাত্র
তাই তো ভুলে যাও ইতিহাসের শিক্ষা।
পাতায় পাতায় স্বৈরাচারের অধঃপতনের সত্য কাহিনী
কাহারো হয়নি রক্ষা।
ক্ষমতার আরশে বসে যাহারা ভেবেছিল
এখানেই বুঝি তাহাদের চিরস্থায়ী আসন।
কাউকে পুছিবার গরজ নেই এতোটুকু
অহমের লম্বা জুব্বা বসন।
অকস্মাত্ একদিন ধুলোয় লুটোপুটি খায়
সেই দাম্ভিক স্বৈরাচার।
ক্ষমতাচুত্য হয়ে ভাগ্যে জোটে
লাথি