এভাবে আর দিন যায় না সখি
ভালোবাসায় দেখা দিয়েছে রাজনীতির খরা
হরতাল, অবরোধে জীবনটা এখন ঘরে পড়ে গেছে বাঁধা।
ক্ষমতায় যারা তারা ঠিকই আছে
এসি রুমে বসে তারা আলোচনা করে
বাতাসে তাদের চুলটিও ওড়ে না।
বোকাচুদা জনগন আমরা মরছি পথে-ঘাটে
কেউ গুলি খেয়ে কেউ বাসে,
হে আল্লাহ্ এবার
Top today
চল সামনে যাই শুধুই সামনে
ভুলে যাই ঘটেছে যা পিছনে।
যাবেনা পরিশ্রম বিফলে
যতি থাকি সৎ সকলে।
পরিশ্রম সততা ন্যায্যতা
দিবে নিশ্চিত সফলতা।
পৌছাব গন্তব্যে যেথায় যেতে চাই
ঝড় তুফান বন্যায় ভয় যেন না পাই,
যে রিপুর তাড়নায় সদা ব্যাস্ত
নিজেকে করি অবলিলায় ন্যাস্ত
ক্রোধ,হিংসা,অহমিকা,লালসা
বিলিন করি শ্রদ্ধা ভালবাসা।
চল আসি ঘুরে
ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো যেন হয়ে উঠে মনের জানালা…
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।
সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার নিবিড় ছায়া যেনো বিনয়াবনত,
বটরে শিখরে বসে কেটেছে বিনোদ মুহুর্ত;
শিউলীর