নদীর বুকে প্রবল জোয়ার ডুবলো আমার চর;
কেমন করে বাঁচাই সাধের ভালোবাসার ঘর ?
প্রাণপণে খুব আঁকড়ে আছি তোমার বুকের নাও;
তুমিই আমার শেষ ভরসা বন পলাশীর গাঁও !
Top today
নির্বাসনে
নির্বাসনে দেবে আমায়?
আমিতো নির্বাসনেই আছি ।
এসেছি সহস্র আলোক বর্ষ দূর থেকে
আকাশ লীন যেথায়, তারও উপরে
একদা ছিল আমার বাস।
আমার অপরাধ তোমাতে, সেতো লঘু,
গুরুতর অপরাধ করেছিল আমার পূর্ব পুরুষ,
সেদিন থেকেই চলছে এ নির্বাসন প্রক্রিয়া,
বিন্দুর মতো ছুড়ে দিয়েছিল
আমায় স্রোতস্বিনী নদীতে, সমুদ্রের উত্তাল তড়ঙ্গে,
ফেনায়