অব্যক্ত প্রেমের অঙ্কুর আহা
বেদনার কাঁটা হয়ে
ফুটে আছে হৃদয় গভীরে;
যায় না বলা
সইতে ও শত জ্বালা
তবু ও সয়ে যায় নিরবে নির্জনে একেলা,
দিনের পর দিন
তোমাকে দেখার পর প্রতিদিন,
বেদনার বেলা ভূমি
কেঠে যায় বেলা
আসে রাত নিদারুণ অবহেলা
দুঃখের জলা ভূমি চোরাবালি
স্বপ্নের অদৃশ্য অলিগলি
কোথায় পায় যে খুঁজি
বৈঠা