পৃথিবীতে চাকুরী করার মতো অযোগ্যতা খুব কমই আছে । তবু মানুষের চেষ্টার অন্ত নেই । মানুষ নিরলস পরিশ্রম করে চলে ততক্ষন পর্যন্ত যতক্ষন পর্যন্ত না মানুষ তাকে চূড়ান্ত অযোগ্য ভাবে অথবা বয়সের সীমারেখা তাকে থামিয়ে দেয় । এই একটা অযোগ্যতা
Top today
এখন ক‘টা বাজে?
জানিনা,রাতের আধাঁরে প্রিয়া কয়
রাগ করছ কেনো?আমিতো কোন মেয়ে মানুষকে সঙ্গ দিচ্ছিনা
জীবনের কঠিন বাস্তবতা কর্মে মগ্ন একজন প্রিয়তমার প্রিয়াকে।
দৃষ্টি খুঁজে চেনা মুখ
কুয়াশা ঠেলে অল্প আলো,
স্মৃতিরা আজ ছুটছে শুধু
অজানা সেই স্বপ্ন ছুঁতে।
সেই দুপুর এখনো একা
ক্লান্তিতে তার শরীর ভেজা,
সকাল তবুও আঁধার ঠেলে
স্বপ্ন দেখায় স্মৃতির কোলে।
অল্প মেঘের বৃষ্টির স্রোতে