বলতে কি চাও অনেক কিছু
বলাতে কেন পারনা ?
করতে যে চাও আরও বেশি
সাহস কেন পাওনা ?
জনসভায় ভাষণ দেবে
তোমায় কেন ডাকছেনা ?
সবাই আজ দূরে গেছে
পাশে কেউ থাকছেনা ?
সত্য কথা বল যদি
যাবেন নেতা রেগে ?
ছাড়তে হবে আরাম গদি
ভাব সদা জেগে ?
ভীতু নেতা স্বপ্ন
Top today
আজো ডাক শুনি বিধ্বংসী সাগরের,
গর্জে উঠতে চায় তারা,
যারা জেগেছিল একবার বাযান্নতে,
একাত্তুরে।
নির্মম উত্তপ্ত বুলেট,
শান্ত করতে চেয়েছিল সে গর্জন,
মাটি চাপা দিয়ে,
নিশ্চিন্তে ঘুমাতে চেয়েছিল রক্ত চুষার দল,
লুকিয়েছিল একদিন নিজেকে বাঁচাতে
জনতার রুদ্র রোষ থেকে,
বেঁচে ছিল নিজেকে শামুকের মত
খোলসের ভিতর ঢুকিয়ে।
আমি দেখতে পাই সেই
কাল বুশেখীর