আমি তো নই অবুঝ
তুমি বল্লেই সব বুঝি,
পাইনি আজও ভালোবাসা
তাইতো তোমায় খুঁজি ।
কষ্ট গুলো বুকে বলে
চোখে তোমার ভাসে না,
তোমায় নিয়ে ভেবে ভেবে
ঘুম যে আমার আসে না ।
তুমি যদি দেখতে তা-
তবে বুঝতে আমার
নিরন্তর বর্ষিত হোক শান্তির বারি তোমার ছায়াপথে।
কুসুমাস্তীর্ণ হোক জীবনের গালিচা;বিরামহীন আনন্দে থাকো মেতে।
কিরণের আভায় হাসুক নীল আসমান ;অবাঞ্ছিত হোক অলক্ষ্মীর কালো ছায়া।
আলোর দূত অরুণের পরশ;অনির্বাণ জ্বলুক পথের দিয়া।
ভেজালাম তোমার দিগন্ত আশীর্বাদের জলে;মঙ্গলের লাল তিলকে গগন।
হৃদয়ের সাত রঙে এঁকে দিলাম রংধনু-আমার