মানুষ জন্তুরা অনেকেই ওদের নেশায় পীড়িত ছিল। ওদের মধ্যে বেশ কিছু লোক মন্দিরের চত্বরে শুয়ে আছে। কেউ কেউ নেশায় বেহুঁশ হয়ে বিড়বিড় করে কিছু বকে চলে ছিল। দু চারজন আধ বেহুঁশ বুনো নেচুর কাছে এসে দাঁড়ালো। এবার কি তা হলে নেচুর
Top today
হে স্বাধীনতা,
তোমাকে পাবো বলে,
থামিয়ে রেখেছি অগ্রাহায়নের নবান্ন,
শুকিয়ে রেখেছি ডালের নাড়ু,
সজিনার ডাটার সাথে ডাল,
তুলে দেবো তোমার তরে,
তুমি যে বাংলার স্বাধীনতা।
হে স্বাধীনতা,
তোমাকে পাবো বলে-
ফেলিনি চোখের পলক, লড়েছি দীপ্ত তেজে,
যদি বিদ্ধ হয় শেল বুকে,
মরে যাবো খোলা রেখে চোখ,
তোমায় দেখবো বলে।
হে স্বাধীনতা,
সেইতো তুমি এলে,নিঃস্ব