স্বচ্ছ একসেলেটর দিয়ে সে দ্রুত উপরে উঠে যাচ্ছে। একসেলেটরের স্বচ্ছ কাচের মধ্যে দিয়ে বাইরের দিকে তাকালে বিশাল বড় সমুদ্র চোখে পড়ে, সে সমুদ্রে ক্ষণে ক্ষণে বড় বড় ঢেউ ওঠে, বড় বড় পাখিরা উড়ে দূরে মিলিয়ে যায়। কিংবা কখনও বা জাহাজ
Top today
লক্ষ্মীপেঁচা, লক্ষ্মীপেঁচা
যখন পশ্চিম আকাশে হেলে পড়া বাঁকা পঞ্চমীর চাঁদে তাকিয়ে থাকো,
কি ভাবো প্রিয়া, সে রুপালী আলোয়।
তোমার ধূসর মায়াবী মুখে আলোর খেলা
কেন করো অবহেলা?
কি ভেবে পার করে দাও বেলা?
ডুবে যায় চাঁদ
অন্ধ বাদুরের মত পাখা ঝাপটিয়ে ফেরো ঘরে।