সালাম ও ভালোবাসা সবার প্রতি। নিজ পেশা ও অন্যান্য স্বীয় কর্মে ব্যাস্ততা প্রয়োজনের চেয়ে সামান্য বৃদ্ধি পাওয়ায় চলন্তিকায় আসা হয় নি মোটামোটি লম্বা সময় ধরে। তাই অনেক দিন পর চলন্তিকায় ঢুকলাম। কেমন আছেন সবাই? প্রত্যাশ্যা সুখ শান্তিতে নির্বিঘ্নে কেটেছে যাচ্ছে সকলের জীবন।
Top today