আচ্ছা, তুমি কি করতে পার না
কাশ ফুলের মতো নরম, তোমার ওই মনটা,
যেথায় থাকবে না কোনো কালিমা
হিংসা, ঘৃনা, থাকবে শুধু ছড়িয়ে সর্বত্র শুভ্রতা।
আমার ভাবনায় আছে শিশির ভেজা হেমন্তের খোলা মাঠ
ওই দুর . . . দুরের নীলিমার ছোঁয়া,
স্বপ্নগুলো একের পর এক যেভাবে
নিত্য দিনের মতো একটি ‘খবর’-
উজ্জল ঝকঝকে ছাপা হেডিং ,
মোটা-কালো বোল্ট মারা অক্ষর ;
নাবালিকা-কিশোরী-ষোড়শী-যুবতী-গৃহবধু..
ধর্ষিত ..পালাক্রমে ।
মহল্লার শুভ্র দেয়ালজুড়ে কিংবা
হাতের সেলফোনে ফেসবুক স্ট্যাটাসে
শতাব্দীর অশ্লীল শব্দবিন্যাসে –
পাড়ার নষ্ট যুবকেরা পালাক্রমে
স্বৈরস্বপ্নের ফানুস উড়োয় ।
বঙ্গীয় উপদ্বীপ এই পলল মাটিতে নেমে আসে
পংকীল কালোমেঘে নরকবৃষ্টি ।
জলমগ্ন নরম