আমরা জানি জাতীয় সংসদ ভবনকে দেশের সর্বোচ্চ নিরাপদ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। এ ভবন থেকেই রাষ্ট্র পরিচালনার জন্য যাবতীয় আইন পাশ হয়। এ ভবন থেকেই রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারিত হয়। সংসদীয় কার্যক্রম, মন্ত্রী, চেয়ারপারসন এবং
হে বন্ধু তুমি কোথায়?
আঁধার অচেনা পথে হাঁটবো তোমার ভরসায়।
অমাবস্যার তিথিতে তুমি হবে পথের চেরাগ।
তোমাতেই হবে দিশেহারার দৃষ্টি সবাক।
তোমাতে আলোর নির্ভয় মজুদ।
তুমি হবে অনিশ্চিত আগামীর অগ্রদূত।
ঘন কালো আঁধারের ভিড়েও তুমি অনির্বাণ দ্যুতি।
কালোর সমাবেশেও অম্লান তোমার জ্যোতি।
হে বন্ধু তোমার অপেক্ষায় দাঁড়িয়ে।
এসো তুমি