গ্রীষ্মমণ্ডলীয় এই অঞ্চলের সমুদ্রের পাশে এমনিতেই সূর্য ওঠার ঘন্টাখানিক পর সমুদ্রের পাড়ের বালির উপর দাঁড়িয়ে থাকা অত্যন্ত দুরুহ। তারপরও আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগে। কারণ প্রতিদিন এসময় য়োমা এসে সমুদ্রের বালু থেকে ইউরেনিয়াম পরিশোধন করে।
Top today
আমার কাছে এই দিনটা
সারাজীবনই অন্যরকম
সেদিনও এমনই কুয়াসা ছিলো….
চোখ ঝাপসা করা কুয়াশায়
দূর থেকে তোমার হলুদ জামা
আমার চোখে রং ঠিকই ছিটিয়েছে,
রোদহীন সেই সময়টা
তোমাতেই আলোকিত আমার কাছে এখনও ।
মনে পরে তোমার….
রোদের আনাগোনায় মুখরিহয়ে ওঠে
কুয়াশা ঘেরা সকাল,
তোমার ভালোবাসার কথায়…..।
আজও যখন ঐ রাস্তায় হাঁটতে যাই
সেই