জীবনের চাওয়া- পাওয়া আসরের ভেন্যুতে,
আমাদের অভ্যাস শটকাট মেন্যুতে |
আজকের প্রজন্মের সবকিছু ডিজিটাল,
হাতে হাতে সেলফোন নিত্য যে বিজি-তাল |
ছাত্রের সিলেবাসে আধেক নৈব্যাক্তিক,
ব্যাসিক্যালী নেই কিছু জ্যামিতি বা গাণিতিক|
পড়াশোনা শটকাট তাও রেজাল্ট এ’প্লাস,
এনসাইক্লোপিডিয়ার নাম নেই জিনিয়াস |
তবে, ভালো প্রফেশনে যাওয়াটা সুকঠিন,
দৈনন্দিন কাজে মানেনা
Top today
হায়রে নির্বাচন
তোর লাগিয়া
কতো মানুষ
করলো অনশন ।
কতো মানুষের
গেলো প্রাণ
তোকে বরণ করতে,
কতো মানুষ
ছুটলো আবার
তোরে ধরতে ।
তোরে নিয়া
বলতে গিয়ে
এতোগুলো কথা,
কারো হাত
কারো পা-
কারো গেলো মাথা ।
ভোটার নাই
ভোট কেন্দ্রে
দেখিলাম ভাই,
ভোট গণনায়
লক্ষ লক্ষ
ভোটের অভাব নাই ।
ডিজিটাল দেশ
ডিজিটাল ভোট
ডিজিটাল নিয়ম নীতি ,
দেশ ডুবলো না
দেশ ভাসলো
কে রাখে সে স্মৃতি