আমরা যারা জ্ঞানী-গুণি সবই জানি,
মলিণ কেন মা’য়ের শুভ্র বদনখানি ?
অহিংসা আর ক্ষমা ধর্মের মূলনীতি,
চলছি কেন মেনে সদা ভুলরীতি ?
আমরা যদি শান্তি চাই সত্যিকারে,
নির্বাসন দেই ‘জিদ’ নামক দত্যিটারে
সন্ত্রাসে ‘মানবাধিকার’ বিনাশ হয় ,
হিংসায় শুধু হিংস্রতার বিকাশ হয় ৷
সবাই মানি ‘রাগ’ করাটা হেরে
Top today
পিঠাপুলির জেফত দিলাম
আঙ্গ বাইত আইয়ো
বিছায়ে দিমু গরমপাটি
আরাম কইরা বইয়ো
আইয়ো তোমরা আইয়ো কিন্তু
আইয়ো আমগো বাইতে
হরেক রকম পিঠা দিমু
আশ মিটাইয়া খাইতে
চিড়া-মুড়ি-দধি দিমু
টাটকা খেজুর রসে
দাদীর হাতের পিঠা খাবে
রান্নাঘরে বসে
দেখবে ঘুরে এই গেরামের
মানুষ কত ভালো রে
দেখলে মেমান টেনে নেবে
মুখটা করে আলো রে
জেফত দিলাম ভাইয়া