ও নদী;কখনো যেও না সমুদ্র সঙ্গমে
যেখানে বিলীন হবে তোমার অস্তিত্ব,
নোনা জলে মিশে যাবে তুমি
হারাবে তোমার মিঠা জলের বৈশিষ্ঠ্য।
ও নদী;খুঁজো নাও তুমি
তোমার মিলন মোহনা,
সমুদ্রের বুকে খুঁজো নাও তুমি
তোমার প্রেমের গহনা।
তোমার পথে তুমি হেঁটে যাও স্বমহিমায়;
তুমি স্বাবলোম্বি তোমার নামে,
নোনা জলে অস্তিত্ব