-ঐ ঐ থাম।
এই শব্দে শিশিরের ঘুমটা ভেঙ্গে গেল।অনিন্দ্য রীতিমত ঘুমাচ্ছে।সাথে যুক্ত আছে বিশ্রী নাক ডাকার শব্দ।এখন আবার বিড় বিড় করে কি যেন বলছে?কি স্বপ্ন দেখছে,কে জানে?শিশিরের রাগ ক্রমাগত বেড়ে যাচ্ছে।অনিন্দ্যকে হাত দিয়ে নাড়া দিল।
-জান,প্লীজ জান,আর কিছুক্ষণ থাক।
এই বলতে বলতে অনিন্দ্য
Top today
রাত খুব নিঝুম হয়ে গেছে
নিরবতায় চারপাশ একেবারে
ঘুটঘুটে অন্ধকার,
জীবনের প্রয়োজন যেন
দূরে কোন জ্বলে থাকা
প্রদীপের আলোয় সীমাবদ্ধ….
বেঁচে থাকার আনন্দই আজ
অনেক বেশী করে উপলব্ধি করছি
নিঃশঙ্গতাকে সাথে নিয়ে
একাকী কোন নিঝুম রাতে….।
কঁচুরীফুল কঁচুরীফুল
জলের ‘পরে ভাসে
কঁচুরীফুল কঁচুরীফুল
সকাল সাঁজে হাসে।
কঁচুরীফুল কঁচুরীফুল
সাদায় বেগুনী ছোঁয়া
কঁচুরীফুল কঁচুরীফুল
বৃষ্টি জলে নাওয়া।
কঁচুরীফুল কঁচুরীফুল
কিশোরী গাঁথে চুলে
কঁচুরীফুল কঁচুরীফুল
সবুজ গাছের কোলে।
কঁচুরীফুল কঁচুরীফুল
যায় না তারে ভুলা
কঁচুরীফুল কঁচুরীফুল
ডোবার জলের মালা।
কঁচুরীফুল কঁচুরীফুল
মরব তোমায় দেখে
কঁচুরীফুল কঁচুরীফুল
গাঁথবো আমার বুকে।
৩১১৪, ঢাকা।