কবিতা নয়, গল্প বলি আজ……..
কবিতা নয়
গল্প বলি আজ;
মেয়েটির বয়স সবে চৌদ্দ
মুখ ভরা লাজ।
মেট্রিকটা পাশ করে সবে
জীবন শুরু হলো নতুন
ইন্টারে ভর্তি হয়েই
হাতে ফেলো মুঠোফোন ।
কলেজে ভর্তি হতে
হলো ঘর ছাড়া
স্বাধীন জীবনে পা দিয়ে
যেনো ছন্নছাড়া।
একা একা জীবনে
যেমন খুশি চলন
বেহিসাবী কেনাকাটায়
পরোয়াহীন তেজোদীপ্ত যৌবন।
বয়স অল্প, স্বপ্ন আকাশ ছোঁয়া
চোখে রংগীন চশমা,
কল্পনার আকাশে উড়ে বেড়ায়,
সাথী তার উচ্চাবিলাসী বান্ধবী রেশমা।
কানের সাথে লাগানো মুঠোফোন
রাতদিন কাটে তার বেশ
কথার পিঠে কথা, হাজারো কথা
হায়রে কথার নাই শেষ ।
দিনরাত কথায় পূর্ণ হয় বুঝি তার
হাজার গিগা হার্ডডিস্ক,
মিস কল, রং কলে
ভাইরাসযুক্ত জীবন ভরা রিস্ক।
কখন যে হৃদয় নামের হার্ডডিস্ক
হবে হায়রে ক্রাশ
জীবন যন্ত্রনায় আফসোস শুধুই
খাবে যখন বাঁশ।
বুঝে শুনে চলন বলনে
খুশি জীবনে এক রাশ
বয়সের জোরে হয়ো না বিপথগামী!
কষ্টে তাহলে কাটবে বারো মাস।
=======================