Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

পুলিশ : ছোট বালক

: | : ০১/০২/২০১৪

পুলিশ একটি ছোট ছেলেকে ধরল এবং তার পিতাকে খুজতেছে । তার কাছ থেকে বাসার ঠিকানা নিতে চায় তাই চলছে কথোপকথোন:

পুলিশ : কোথায় থাক ?
ছোট বালক : আমার মা বাবার সাথে।

পুলিশ : তোমার মা বাবা কোথায় থাক ?
ছোট বালক : আমার সাথে।

পুলিশ : তো তোমরা সবাই কোথায় থাক ?
ছোট বালক : আমার এক সাথে থাকি।

পুলিশ : তোমার বাসা কোথায় ?
ছোট বালক : আমার প্রতি বেশির বাসার পাশে ।

পুলিশ : কোথায় প্রতি বেশির বাসা ?
ছোট বালক : আমার বাসার পাশে ।

পুলিশ : সেটা কোথায় ?
ছোট বালক : বললে বিশ্বাস করবে ?

পুলিশ : বল আমাদের ।
ছোট বালক : আমার বাসার পরের বাসা।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top