Top today
পুলিশ : ছোট বালক
পুলিশ একটি ছোট ছেলেকে ধরল এবং তার পিতাকে খুজতেছে । তার কাছ থেকে বাসার ঠিকানা নিতে চায় তাই চলছে কথোপকথোন:
পুলিশ : কোথায় থাক ?
ছোট বালক : আমার মা বাবার সাথে।
পুলিশ : তোমার মা বাবা কোথায় থাক ?
ছোট বালক : আমার সাথে।
পুলিশ : তো তোমরা সবাই কোথায় থাক ?
ছোট বালক : আমার এক সাথে থাকি।
পুলিশ : তোমার বাসা কোথায় ?
ছোট বালক : আমার প্রতি বেশির বাসার পাশে ।
পুলিশ : কোথায় প্রতি বেশির বাসা ?
ছোট বালক : আমার বাসার পাশে ।
পুলিশ : সেটা কোথায় ?
ছোট বালক : বললে বিশ্বাস করবে ?
পুলিশ : বল আমাদের ।
ছোট বালক : আমার বাসার পরের বাসা।