Top today
শুধুই ভালবাসা
কতটা ভালবাসলে তোমার জন্য কলজে ছিড়ে ফেলতে পারি ?
তোমায় ভালবাসি তোমার শুভ্রতা দেখে নয়,
শুভ্রতার আড়ালে যে কুত্সীত মন আছে সেটাও আমি ভালবাসি।
যে মানসিক রুচি তোমার!
তাতে শুধুই ঘৃণা ছড়াও।
এপৃথিবীতে শুধু তোমরাই বুঝি মানুষ ?
মানুষ হতে কী লাগে জান তুমি ?
তোমারতো জানার কথা নয় !
তুমি তো ভোগবাদিদের সৃষ্ট একটা ছায়া মানবী। এত ঘৃণা করো আমায়
তবুও কেন যে তোমায় ভালবাসি নিজেও জানিনা।
আসলে ভালবাসায় হিসেবনিকেশ চলে না। হিসেবের খাতা খুলতে হয় পণ্য বেচা-কেনায়।
আমি তো তোমায় পণ্য ভাবি না।
যদিও তুমি আমাকে এসমাজের ভৃত্য হিসেবেই মনে কর।
তুমি কি কখনোই বুঝবে না সত্যিকারের ভালবাসা কি ?
হয়ত বুঝবে ! খুঁজবেও আমাকে, কিন্তু আমি থাকব না তখন।
তবুও তোমায় ভালবাসি।