Top today
খেলা ঘরের পুতুল
রংধনুর সাত রঙ খেলা করে আকাশে,
জলরাশি ভেসে চলে মিশে যায় বাতাসে।
লাল নীল বেগুনী হলুদ আর কমলায়
খুঁজে ফেরে আসমানী সবুজের কামনায় ।
হৃদয়ের পাটাতনে সুগভীর গহীনে
সবই যেন অচেনা ক্ষনিকের জীবনে।।
ভেসে আসা সু-ঘ্রাণ সুশীতল পবনে
সব যেন অচেনা দেখা নিজ নয়নে।।
খেলা ঘরে রঙের খেলা
পুতুল মোরা সবজনে,
বাঁধন ছেড়া, ছন্ন ছাড়া
চোখ ধাঁধান ভূবনে ।।
নেই সীমনা নেই যে মানা
সব খানা যে আপন দেশ
গন্তব্য হীন, চলতে হবে
অসীম পথের নেই যে শেষ ।।