দিনান্ত বেলায়….(আপডেটেড)
কত অবহেলায় করে যাচ্ছি সময় পার
হে বিশ্ব বিধাতা, আমি পাপি লাচার….
বুঝেও না বুঝার ভান ধরে থাকি
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে সময়, দিয়ে আমায় ফাঁকি।
কত সুন্দর করে তুমি পৃথিবী করেছ সৃজন
সব ছেড়ে, দিতে হবে পাড়ি অনন্ত যাত্রায়,
রেখে সব আত্মার স্বজন।
ডুবে থাকি ইহলীলায়, আজব দুনিয়ার কুহক,
কত সহজ জীবন বিধান দিয়েছ প্রভু,
বুঝি নি আমি আহাম্মক।
দেখেও দেখি না যেনো তোমার দেখানো পথ,
ধীরে ধীরে থেমে যাবে জীবন রথ।
অশ্ব তেজের মতই দ্রুত ছিলো দিনের প্রথম প্রহর
বুঝি নি গায়ের শক্তির ঠ্যালায়,
অবহেলায় কাটিয়েছি মাগরিব, এশা, ফযর যোহর আসর।
নিভে যাবে
মিশে যাবে….
তেজোদিপ্ত মুখমন্ডল হয়ে যাবে মলিন
জীবন প্রদীপ ক্ষীন থেকে ক্ষীনতর হয়ে,
একদিন চিরতরে হব লীন।
কত আপন ছিল আমার স্বামী সন্তান সব
নি:শ্বাস না পড়লে…. এক সেকেন্ডও রাখবে না,
আমার প্রিয় বিছানায় আমার শব ।
হীম শীতল মাটিতে মিশে যাবে আমার কায়া
মহান আল্লাহ যদি দেন তার একটু রহমতের ছায়া ।
ক্ষমা করো মাবুদ সকল পাপ মোর
ক্ষমা না করলে!
তোমার বান্দা ভয় পাবে যে অন্ধকার গোর।
তোমার দেয়া নেয়ামতের সময়,
আর যেনো না কাটাই হেলায়….
ক্ষমা চায় প্রভু এই অধমে,
এসে দিনের দিনান্ত বেলায়।
======================
net collected ছB