Top today
বাংলা ভাষা
আমার ভাষা বাংলা ভাষা
বলতে বড় ই খাসা,
বিশ্বময় ছড়িয়ে পরুক
এটাই মোদের আশ ।
ইংলিশ পড় ইংলিশ পড়
আব্বু সর্বদাই কয়,
আমি বলি বাংলা একদিন
বিশ্বটাই করবে জয় ।
মা বলতে কতই না মধুর
কত না মায়া ময় ,
এমন মধুর সুধা গন্ধ
অন্য ভাষায় কি রয় ?
ভাষার মধ্যে এমন সুধা
কেউ যদি পেতে চাও ,
সকল ভাষা ছেড়ে দিয়ে
বাংলায় শিক্ষা নাও । ।