Top today
মোহনায়
তোমার চোখে রাত হয়েছে
আমার চোখে দিন,
তোমার যত সন্ধ্যাতারা
আমাতে বিলীন।
তবু যদি রাগ মোহনায়
মিলন ঘটে মোদের,
সেদিন হবে বাদল বেলার
রাতটি হবে চাঁদের।
চাঁদটি হবে শারদ দিনের
শুভ্র মেঘের ছোঁয়া,
সাদা মেঘে ভাসিয়ে ভেলা
প্রেমের স্বর্গে যাওয়া।
স্বর্গে রবে কদম ফুল
শিউলী ঝরে প্রাতে।
রাতের বেলা হাস্নাহেনা
শিশির ভেজা শীতে।
শিশির ঝরে পদ্মপাতায়
ঠোঁটের হাসি যেমন,
সেই হাসিতে দোয়েল নাচে
প্রেমের স্বর্গে তেমন।
২১১৪, ঢাকা।