Top today
”মৌসুমী দেশপ্রেমিক”
একুশ এলেই ঘটে আবেগের বিক্রিয়া,
গরম গরম বাণীর ধোঁয়া উড়ে
হঠাৎ জ্বলে উঠে সুপ্ত দিয়া।
ফুলের স্তুপে ঢেকে যায় শহীদ বেদী,
কন্ঠে কন্ঠ মিলিয়ে কোরাস তুলে
সারিবদ্ধ নাংগা পায়ে প্রভাত ফেরী।
কত শত আলোচনা সভা;স্মরণ সভা,
বিশেষ দিবসে যত মায়া-কান্না;
বেরিয়ে আসে যত শব্দ লাভা।
দিবস এলেই আমার যত আয়োজন,
আনুষ্ঠানিকতার রং মাখিয়ে
করি তারে বরণ।
আমি মৌসুমী দেশপ্রেমিক,
বছরের বাকী দিনগুলোতে
আমি আপন স্বার্থের শ্রমিক।
স্বাধীনতা,বিজয়,ভাষা দিবস,
মৌসিমী দেশপ্রেমে চুকাই
দেশ মাতৃকার করজ।