Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

সোহাগ এর সুন্দরবন পরিবহন এক্সপ্রেস

: | : ০৩/০২/২০১৪

৬ষ্ঠ পর্ব

খাচার ভিতর অচিন পাখী
পাখী কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মনোবেড়ী
দিতাম পাখীর পায়।
পাখী কেমনে আসে যায়।

এক গ্রাম্য বাউল তাদের পাশ দিয়ে দোতারা বাজিয়ে গান গাইতে গাইতে পথ চলছে।

আহা কি গান সোহাগ চোখ বন্ধ করে শুনতে শুনতে তাল মিলায়।তার মোবাইল বেজে উঠল।নাম্বার টা একনজর দেখে সে ফোন কেটে দিল।

ভাইজান ভাবীসাহেবের ফোন ?রশীদ জিজ্ঞাসা করে।সোহাগকে নিরুত্তর দেখে বলে আপনার ফোন ধরা উচিত ছিল ভাইজান।অভিযোগ রশীদের।

নাহ ধরলেই ক্যাচাল।কোথায় আছ কি করি।তার ধারনা আমার আরেক সংসার আছেরে।হতাশায় বলে উঠে সোহাগ।ক্যাচালের জাত।

তাত কইব ভাইজান।প্রায় দুইদিন হইতে চলল আপনি ভাবীসাবরে না দিছেন ফোন না ধরছেন ফোন।রশীদ বুঝানোর ভাবে বলে।

এখন তো ফোন ধরতেছিনা রাগে।ঘর থেইকা বাহির হওনের সময় এমন করছে বেটি ভাবতাছি আর ঘরে ফিরুম না।বাসে ঘুমামু এখন থেইকা।

ঠিক আছে ভাইজান আমরা দুইভাই বাসে ঘুমামু কিন্তু খানা দানার কি হইব?

দাড়া একটা ষ্টোভ কিনমু।তুই আমি মিইলা ঝিলা রানমু।পারতিনো?

ডাল আলুভর্তা ডিম ভাত তো পাকাইতাম পারমু ভাই।কোন চিন্তা কইরেন না আল্লাহ ভরসা।

সবাই নদীর পাড়ে সুন্দর হাওয়ায় ঘুরছে।কেও কেও ছবি তুলছে।একটা সুন্দর নিরিবিলি গাছ থেকে সোহাগ আর রশীদ বসল ।

একজনকে দেখা যাচ্ছে পাগলের মত চক্রাকারে দৌড়ে চাচ্ছে পায়ের একজায়গা ধরে।তারসঙ্গে চিৎকার ত্রাহি ত্রাহি

ও মাগো ওমাগো ওমাগো ওমাগো।

এই ব্যাটা দেখি কানের পর্দা পাটাই লাইব ।রশীদ দৌড়ে এসে দেখার চেষ্টা করল।

হাত মুঠ করে দেখাচ্ছে ভিঙ্গুল ইয়া বড় ভিঙ্গুল বলে সমানে দৌড়ায় যাচ্ছে।

রশীদ দৌড়ে যাচ্ছে সমানে সমানে।ওরে বাপরে বেটা তো অলিম্পিকে দোড়ায়।তারে ধরা যাচ্ছেনা।

সে দৌড়াচ্ছে তার পিছনে আরও তিনজন দৌড়াচ্ছে।রিলে রেস প্রতিযোগিতা যেন ।

তিনজন মিলে লোকটকে কাবু করল।তার হাত খুলে পোকা বের করে মারল।

মিঞা তুমি ফালায় দিলেতো হত।একজন ধমক দিয়ে বলল।

লোকটি বলল যদি আৎরে কামড়াই দেয়।ভয়ে মুঠ খুলিনো।

বেকুবের কথা শোন।রশীদ হাসতে হাসতে খুন।

বারটা বাজতে সবাই এসে বাসে বসল। অবশেষে তারা রওয়ানা হল ঢাকার উদ্দেশ্যে।

আপাতত এই হল সোহাগের সুন্দরবন পরিবহন এক্সপ্রেসের প্রথম যাত্রার কাহিনী।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top