Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

জীবনের গল্প

: | : ০৪/০২/২০১৪

একটি মেয়ের গল্প বলি,জীবনের সমাচার,
জীবন যেন মরুভূমি ধুধু বালুচর।
বানের জলে ভেসে চলে শখের খেলা ঘর।
আছে কত আপনজনা, আপন ঘরও পর
একটি মেয়ের গল্প বলি জীবন সমাচার।
কী অপরুপ মুখ খানা তার দেখতে চমৎকার
স্বভাব ভাল, ভাল ব্যবহার।।
অসময়ে সংসারের হাল চাপিয়ে দিল ঘাড়ে
মনে ভেতর কষ্ট যে তার নাইবা প্রকাশ করে ।।
‍ছলচাতুরি বরের পেশা অবৈধ কারবার
অনেক আছে বাজে নেশা করেন পাপাচার
বড় কষ্টের এমন সংসার ভাল লাগেনা তার।।
বেশি টাকা আয়ের আশায়
বউকে নামায় বাজে পেশায়
এসব কাজে সায় মেলেনা তার।।
একদিন সে একলা ঘরে
ভাবেন বসে চুপটি করে
ছাড়বে কবে দুখেরই সংসার।।
একটি নিশি একটি রশি
বাধল গলে শক্ত কশি
জীবন নিল কেড়ে
এই সমাজে সেই মেয়েটি
হারিয়ে গেল শত লোকের ভীরে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top