Top today			
			বাবা
বাবার চোখে স্বপ্ন ছিল
আশা ছিল মনে ,
আমি যেন বড় হই
বলে গুরুজনে ।
দেশের জন্য দেই প্রাণ
যেই সেই ক্ষণে ,
গরীবদের করব ধনী
নিজেরই ধনে ।
বাবার চোখে স্বপ্ন ছিল
আশা ছিল মনে ,
অন্যকে দিয়ে ধন
নিজে যাই বনে ।
প্রতিবেশীর চাইবো সুখ
আমি সর্বক্ষণে ,
আমার কথা বলবে দেশ
বলবে লোকজনে ।
![1321390646Bangladesh[Jibonbarta.com]](http://cholontika.com/wp-content/uploads/2014/02/1321390646BangladeshJibonbarta.com_1-300x208.jpg)
