Top today
সুরের বাহার
ঘেউ ঘেউ করে ডাকে কুকুর
মিউ মিউ করে বিড়াল,
কিচির মিচির পাখি ডাকে
হুক্কা হুয়া শিয়াল।
রনির মা রনিকে ডাকে
যেন বাজায় মাইক,
এত জোরে ডাকা ডাকি
সকলেরই ডিস লাইক।
সুমধুর সেই কোকিলের ডাক
আর ভাটিয়ালী গান,
বউ কথা কউ ডাহুক দোয়েল
রাখবে-ই সুরের মান।
হেরে গলায় নেদুর মামা
সা রে গামা পা গায়,
সুরের শ্রোতা না থাকায় সুর
তাই শূণ্যেতে মিলায়। ।